1. admin@dailydhakarcrime.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
গাজীপুর টঙ্গীতে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত চাপাবাজ বড়ো সাংবাদিকদের কা-কা শব্দে পেশাদাররা অস্থির গাজীপুর শহরে ফ্ল্যাট বাসায় ঢুকে মারধোর ও টাকা ছিনতাইসহ লুট পাটের অভিযোগ গোলাপগঞ্জে এএসপি অফিসের জন্য ভুমি দান করলেন এফবিসিসিআইর সাবেক পরিাচলক শামীম আহমদ কিছু কিছু পুলিশ এখনো ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: নবী উল্লাহ নবী জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটি কে পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলায় সংবর্ধিত, শরণখোলায় ইউএনও’র বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন ধামইরহাটে শুভ বড়দিন উপলক্ষে ৬৯টি গীর্জায় জিআর চালের ডিও বিতরণ সাতক্ষীরায় প্রতিবন্ধীদের ১০ শতাংশ অগ্রাধিকারের দাবিতে মানববন্ধন টঙ্গীর ময়দানে তাবলিগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে নিহত ৩ আহত ১০০ জনের বেশি

গাজীপুর শহরে ফ্ল্যাট বাসায় ঢুকে মারধোর ও টাকা ছিনতাইসহ লুট পাটের অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার দেখা হয়েছে

গাজীপুর শহরে ফ্ল্যাট বাসায় ঢুকে মারধোর
ও টাকা ছিনতাইসহ লুট পাটের অভিযোগ
খসরু মৃধা স্টাফ রিপোর্টার :

গাজীপুরে জমি-জমা সংক্রান্ত বিষয়াদি ও মামলা মোকদ্দমা সংক্রান্ত ঘটনার জেরে সোমবার রাতে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবিথী (ফনির টেক) এলাকায় ফ্ল্যাট বাসায় অনধিকার প্রবেশ করে এক ব্যক্তিকে জিম্মি করে টাকা-পয়সাসহ মোবাইল সেট, পাসপোর্ট, মোটর সাইকেল ও অন্যান্য মুল্যবান জিনিসপত্র লুট করে নেয়ার ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জিএমপি সদর থানার এসআই মিজান মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়- গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজুলী গ্রামের মোঃ আব্দুল হেকীমের ছেলে মোঃ শাহজাহান সাজু (৫২)’র সাথে জমি-জমা ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন যাবৎ উজুলী গ্রাম এলাকার কতিপয় ব্যাক্তি বর্গের সাথে ঝামেলা চলমান। সেই ঝামেলার জের হিসেবে মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ তারেক (৩৫), মোঃ রফিক মিয়ার ছেলে খাইরুল ইসলাম আপন (২৩), মৃত করিম মাস্টারের ছেলে মোঃ মোতাহার (৫৫) ও মৃত আঃ রহমানের ছেলে মোঃ নজরুল (৫২) সর্ব সাং-বীর উজুলী, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুরগণসহ অজ্ঞাতনামা আরো কতিপয় ব্যক্তি সোমবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে দক্ষিণ ছায়াবিথীতে শাহজাহান সাজুর ভাড়া করা ফø্যাট বাসা জোর পূর্বক অনধিকার প্রবেশ করে তাকে জিম্মি করে এলোপাথারি মারপিট করে নীলা-ফুলা জখম করে।
বাসায় আক্রমণকারীদের মধ্যে তারেক সাজুর প্যান্টের পকেট থেকে সাত হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন এবং খাইরুল ইসলাম আপন ব্রিফকেসে থাকা সাজু ও তার মেয়ের দুটি পাসপোর্টসহ ৩৪ হাজার টাকা, মোটর সাইকেলের চাবি, কাগজপত্র, জমির বিভিন্ন দলিল পত্রাদি, ব্যাংকের চেক বই ও ১টি ২ ভড়ি ৮ আনা উজনের রূপার ভেসলেট ছিনিয়ে নেয়।
অপরদিকে নজরুল সাজুর পকেট থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়। যা সাজুর স্ত্রী বিকাশ যোগে পাঠিয়ে ছিল।
অভিযোগ সূত্রে আরো জানা যায়- ফ্ল্যাট বাসায় হামলাকারিরা ফিরে যাবার সময় সাজুকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং হুমকি দেয় যে, এই ঘটনায় আইনের আশ্রয় নিলে কিংবা কাউকে জানালে সাজু ও তার পরিবারের সদস্যদেরকে খুন-জখম করবে। শুধু তাই নয়, তারা আরো হুমকি দেয় যে, তারা সাজুর বাসার আসবাবপত্র ভাংচুর করিয়া আগুন দিয়া জ্বালাইয়া দিবে।
এদিকে সাজু এ প্রতিবেদককে জানায়- তারা যাওয়ার সময় তার ভাড়াকৃত ফ্ল্যাট ভবনের নিচতলায় গ্যারেজে থাকা ১টি ভারসন-টু ইয়ামাহা মোটর সাইকেল যাহার ১ লাখ ৫০ হাজার টাকা আক্রমণকারীদের মধ্য হতে কেউ ১জন চালিয়ে নিয়ে গেছে।
সাজু এখন নিরাপত্তা হীনতায় ভুগছেন। বলছেন, যে কোন সময় তারা তার পরিবারের সদস্যদের জান ও মালের যে কোন বড় ধরনের ক্ষতি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় মাহোস্ট আইটি