১০০ বছরের পূরানো পাগলা থানার পাইথল ইউনিয়ন ভূমি অফিসটি যে কোনো মূহুর্তে ধসে যেতে পারে অত্যন্ত ঝুকিপূর্ণ ও দূর্ঘটনার আশংকা।
স্টাফ রিপোর্টারঃ মহিউদ্দিন ইরাক
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বৃহত্তর পাগলা থানার পাইথল ইউনিয়ন ভূমি অফিস টি যে কোনো সময় ধসে যেতে পারে ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা।
বিল্ডিং টির বেশ কয়েকটি ফাটল সরেজমিনে লক্ষ্য করা যায়।
বৃষ্টি এলেই যেনো সমস্যার কোনো শেষ নাই, বিল্ডিংয়ের ফাটল এবং বিভিন্ন দিক থেকে আসা বৃষ্টির পানিতে অফিসের গুরুত্বপূর্ণ রেকর্ড ও কাগজপত্র ভিজে যায়।
অত্যন্ত দূর্ঘটনাপ্রবণ এবং ঝুঁকিপূর্ণ এই ভবন টি মূহুর্তের ব্যবধানে ধসে গিয়ে দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটতে পারে প্রানহানি।
তাছাড়া,পাইথল ইউনিয়ন ভূমি অফিসের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ লক্ষ্য করা যায়, বৃষ্টির সময় ভূমি অফিসটির চারপাশ বৃষ্টির পানিতে কানায় কানাই পূর্ণ হয়ে যায়।
পাইথল ইউনিয়ন ভূমি অফিসার নায়েব জনাব,শফিকুল ইসলাম সাংবাদিক মহিউদ্দিন ইরাক কে এই বিষয় টা গুরুত্ব সহকারে সুনিশ্চিত করেন।
উক্ত ভূমি অফিসটি অতিদ্রুত পূনঃনির্মানের দাবী জানিয়েছেন পাইথল ইউনিয়ন বাসী সহ গফরগাঁও উপজেলা পাগলা থানার সচেতন সমাজ এর সন্মানিত নাগরিক বৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।