সিলেটে গোলাপগঞ্জ উপজেলায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস
লায়েক আহমদ
যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে গোলাপগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ছালিক আহমদের তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় গোলাপগঞ্জ উপজেলা মিলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল অর্পণ করেন সকল শহীদদের প্রতি, উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি হেলাল আহমদ,সহ যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক তাবারাক আলী,দপ্তর সম্পাদক মিলাক আহমদ,প্রচারক ও মিডিয়া বিষয় সম্পাদক লায়েক আহমদ, সমাজ কল্যাণ বিষয় সম্পাদক হেলাল আহমদ,অর্থ বিষয় সম্পাদক ময়নুল ইসলাম,সদস্য জুবের আহমদ,মুজিবুর রহমান, আফজাল আহমদ,তানহার আহমদ,এমদাদ আহমদ,সহ বিভিন্ন প্রান্ত থেকে র্যালী সহকারে নানা শ্রেণি পেশার মানুষ আসছে শহীদ মিনারে। সোমবার সকালে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।সোমবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন ইউনিট। পরে একে একে , উপজেলা প্রশাসক,গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এরপর পৌর ও উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে। এছাড়াও সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যাংক বিমা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বীর শহীদদের।
এদিকে,দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।