দাবিকৃত চাঁদা না দেয়ায়
পূবাইলে দোকান ভাঙচুরসহ গরু নেয়ার পূবাইল থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ঃ
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় চাঁদাবাজদের টাকা না দেওয়ায় দোকান ভাঙচুর করে নগদ টাকা সহ ষাঁড় গরু লুটিয়ে নিয়ে যায় চাঁদাবাজ হিমেল সহ তার সহকর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় ভুক্তভোগী আলতাব হোসেন বাদী হয়ে সোমবার দুপুরে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পূবাইল বাজার মাংসপট্টিতে।
অভিযোগ সূত্রে জানা যায়,
জিএমপির ৪১নং ওয়ার্ডের পূবাইল বেপারি পাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে হিমেল তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাদি ও ইভটিজিং সহ নানা অপকর্ম করে আসছিল। পূবাইল বাজার ব্যবসায়ী আলতাফ হোসেনের নিকট হিমেল চাঁদা দাবি করে আসছিল। অবশেষে তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে দশ হাজার টাকা চাঁদা দেয় ব্যবসায়ী আলতাফ । তারপরও থেমে থাকে নি হিমেল ও তার বাহিনী। তাদের দাবিকত টাকা না দেওয়া সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তার সজিদের সহযোগীদের নিয়ে আলতাব মাংস বিতানে হামলা চালিয়ে করে। একটা সময় তার৷ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা সহ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার ১ লক্ষ ৫৫ হাজার টাকার দামি ষাড় গরু লুট করে করে নিয়ে যায় হিমেল।
ভুক্তভোগী আরো জানানএ ব্যাপারে সোমবার সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে পূবাইল বাজারে আগে সালিশ বসানো হয়। অভিযুক্ত হিমেল ওই শালিশকে তুয়াকা না করে হত্যাসহ নানা হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।
পূবাইল থানা অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।