দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর বিরামপুরে সরকারি প্রাথমিক প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উল্টে রেখে পাঠদানের অভিযোগ উঠেছে। উক্ত বিষয়ে বৃহস্পতিবার ৭ মার্চ দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়োগপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র প্রকাশ পেয়েছে বলে জানা যায়।
এমন সংবাদের ভিত্তিতে সরজমিনে জানা যায়,পলিপ্রয়োগপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফারহানা রহমান স্মৃতির উপস্থিতিতে উক্ত স্কুলের সহকারী শিক্ষিকা মোছাঃ-আখিরুজ্জাহান আখি শেখ রাসেল প্রাক-প্রাথমিক শ্রেণি কক্ষে দুইজন শিশুদের পাঠদান করছিলেন।
সেই সময় শিক্ষিকার মাথার উপরে লটকানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উল্টে রাখা হয়েছে। এবিষয়ে পাঠদান শিক্ষিকা আখিরুজ্জাহান আখির নিকট জানতে চাইলে তিনি জানান, এমনিতেই ছবি উল্টে রাখা হয়েছে সমস্যা কি বলে বিষয় টি এড়িয়ে যাবার চেষ্টা করেন।
স্কুলের প্রধান শিক্ষিকা ফারহানা রহমান স্মৃতির নিকট জানতে চাইলে, তিনি বলেন,এর জন্য দ্বায় তার নিজের উনি দরজা বন্ধ করে দিয়ে কক্ষের ভিতরে নিয়মিত ভাবে পাঠদান করে থাকেন। আমার কোন কথা উনি শোনেন না বলে জানান। তাৎক্ষণিক এবিষয়ে বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিও দেন।