গাজীপুর জেলার টঙ্গী থানাধীন তিতাস গ্যাস ব্যবস্থাপক।ও উপসহ ব্যবস্থাপক এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে টঙ্গী কর্মরত প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম ও সহ উপ ব্যবস্থাপক
এমদাদুল দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন টঙ্গী এলাকা টঙ্গীতে রয়েছে শিল্পনগরী তেমনি রয়েছে গণবসতি মানুষের বসবাস প্রয়োজন হচ্ছে বাসা বাড়িতেও গ্যাসের ব্যবহার গ্যাস ছাড়া বাসা ভাড়া দিতে হিমশিম খাচ্ছে বাড়িওয়ালারা তাই বাধ্য হয়ে তারা অপরাধের পথ বেছে নিয়েছেন বহুদিন যাবত সরকারিভাবে বাসা বাড়িতে আবাসিক গ্যাস বন্ধ থাকায় মানুষ বৈধভাবে গ্যাস নিতে পারছে না তাই তারা যার একটি চুলা সে সেখান থেকে একাধিক চুলা লাগিয়ে ঘর ভাড়া দিচ্ছেন আবার কেউ কেউ বোহুতল ভবন নির্মাণ করে সেখানে তার দু একটি বৈধ চুলা কে ২৫ টি বানিয়ে ভাড়া দিচ্ছেন কিন্তু বঞ্চিত হচ্ছে সরকার আর লাভবান হচ্ছেন এই দুই কর্মকর্তা তারা প্রতিনিয়ত যোগাযোগ ও মাসোয়ারা নিচ্ছেন কয়েকজন বাড়িওলা নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন আমরা তো প্রতি মাসেই টাকা দিচ্ছি আমরা বৈধ গ্যাস পাচ্ছি না কিন্তু গ্যাস না থাকলে আমাদের ঘর ভাড়া হয় না তাই তাদের সাথে জোক সাজে সে আমাদের চলতে হয় তারপরেও অনেক সময় মোটা অংকের টাকা দাবি করেন না দিলে এসে লাইন কেটে দেন পরবর্তী মোটা অংকের টাকা দিয়ে পুনরায় লাইন লাগাতে হয় কিন্তু কি করমু আমরা নিরুপায় সরকারের কাছে আমাদের দাবি আমাদেরকে বৈধ করে দিলে আমরা এসব চক্র থেকে রক্ষা পেতাম খোঁজ নিয়ে জানা যায় আরিচপুর টঙ্গী বাজার মরকন মিরাস পাড়া পাটনা পারা চেরাগ আলী দথ্য পাড়া সহ প্রায় এলাকায় রয়েছে অবৈধ গ্যাস সংযোগ সব জায়গা থেকেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এই দুই কর্মকর্তা তাছাড়াও বিভিন্ন সিএনজি পাম্পে তাদের রয়েছে মাসোয়ার বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংখ্যায়