বিশেষ প্রতিবেদন : একনেকে বরিশাল সিটি করপোরেশনের উন্নয়নের একটি প্রকল্পের জন্য ৭৯৭ কোটি টাকা অনুমোদন দেয়ায় নগরীতে বৃহস্পতিবার দুপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নবনির্বাচিত মেয়রের অনুসারিরা।
এ সময় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শ্লোগান দেয়ার পাশাপাশি দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত সাধারণ মানুষকে মিষ্টি খাইয়ে উল্লাস করেন। পরে নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের করেন।
এ সময় তারা নবনির্বাচিত সিটি মেয়র ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবদুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে অনুমোদনকৃত টাকা দিয়ে প্রথমেই নগরীর অলিগলির রাস্তাঘাট উন্নয়নের দাবী করেন।