টঙ্গীতে প্রকাশ্যে জুয়ার আসর মাজার বস্তিতে।
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর সিটির টঙ্গী থানাধীন মাজার বস্তি দু পাশে বিএনপির ক্লাব সাথে বসাচ্ছেন জুয়ার আসর ইউনিট নেতা শাহাবুদ্দিন রুবেল এ ব্যাপারে আমাদের প্রতিবেদকএর সাথে কথা হলে শাহাবুদ্দিন বলেন অনেকদিন পর আমরা একটু ক্ষমতা পেয়েছি একটু আধটু তো করবই এ ব্যাপারে বিএনপি নেতা সুমন সরকারকে জানানো হলে তিনি বলেন এদেরকে পুলিশে ধরিয়ে দিন পাশেই রয়েছে বিএনপি’র ক্লাব কেউ ফিরে নি:ম্ব হয়ে আবার কেউ ফেরে টাকার বস্তা নিয়ে। এমনি করেই বছরের পর বছর জুয়া খেলায় হারিয়ে যাচ্ছে অনেক পরিবার। তারপর ও থেমে নেই জুয়ার আসর। একের পর এক অভিযান চালালেও থামছে না এ খেলা। বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে উঠা সকাল সন্ধ্যা বসে এসব জুয়ার আসর।এ আসরগুলোতে পট ও ওয়ান-টেন, ওয়ান-এইট, তিন তাস, নয় তাস, কাটাকাটি, আরো নানা নামের জুয়া চলে। লোভ সামলাতে না পেরে অনেকেই পথে বসছেন। এতে পারিবারিক অশান্তিসহ সামাজিক নানা অসংগতি বাড়ছে। ভুক্তভোগীরা সর্বস্বান্ত হলেও জুয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজক চক্র। আর এ কাজে সহায়তা দিচ্ছে বিএনপি’র। এক শ্রেণির প্রভাবশালী। অথচ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হলেও অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু লোককে ম্যানেজ করেই দিনের পর দিন চলছে এসব কর্মকাণ্ড। তবে গতকাল জানা গেছে, এই ক্লাব থানা-ওয়ার্ড পর্যায়ের নেতা, ওর্য়াড , নিয়ন্ত্রণে থাকে। এই আসরগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার খেলা হচ্ছে । এদের আইনি ঝামেলা থেকে সুরক্ষা দেয় খোদ পুলিশ প্রশাসনেরই কিছু অসাধু কর্মকর্তা।