সাতক্ষীরায় মাঠ জুড়ে সরিষার বাম্পার ফলন আশায় ফুটেছে কৃষকের মুখে হাসি
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার মাঠ জুড়ে চির সবুজের বুকে কাঁচা হলুদের আলপনা।ফুটেছে সরিষা ফুল।
তথ্য মতে,এ বছর সদর উপজেলায় সরিষা চাষে লক্ষ্য মাত্রা অতিক্রম করেছে। এ বছর ভালো ফলনের জন্য টরি-৭,বারি-১৪ ও ১৫ জাতের সরিষা চাষ করেছেন শতকরা ৯০ ভাগ কৃষক। বাকি ১০ ভাগ চাষ হয়েছে দেশী সরিষা সহ অন্যান্য জাতের।
তবে,এবার মাঠ জুড়ে দেখা যাচ্ছে,সরিষা ফুলের সমারোহ। সরিষার বাম্পার ফলনের আশায় ফুটেছে কৃষকের মুখে হাসি।সরিষা ফুলের হলুদ রাজ্য মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। মনে হয়, পৃথিবী তার রঙ হারিয়েছে,শুধু কালের বিবর্তনে হলুদ রঙটা এখনও টিকে আছে। সাতক্ষীরায় ঘন কুয়াশা আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার উৎপাদনের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কৃষকরা।
সরেজমিনে দেখা যায়,সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকার মাঠে ধান কাটার পর ক্ষেতের পর ক্ষেতে সরিষার আবাদ করেছেন। মাঠ জুড়ে কাঁচা হলুদের আলপনা। সরিষার ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণ সহ ছেলে-মেয়ে সরিষা ফুলের ক্ষেতে বসে ছবিও তুলছেন। তবে অনেক জমিতেই ফুল আসতে দেখা গেছে। ফুল গুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার আছে। এক বিঘা জমিতে এক কেজি সরিষার বীজ বপন করতে হয় সার বীজ কীটনাশক সহ সকল খরচ মিলে প্রায় ৩/৪ হাজার টাকা ব্যয় হয়। বিঘা প্রতি জমিতে চার থেকে পাঁচ মণ সরিষা ফলন হয়।
কাশেমপুরের এক কৃষক জানান,তিনি ২বিঘা জমিতে টরি-৭ সরিষার চাষ করেছেন। এখন জমিতে ফুল আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকুলে থাকলে ভালো ফলন পেয়ে লাভ বান হতে পারবেন কৃষক।