ঘুষের শহর ঢাকা, ঘুষ না দিলে চলে না কোন ফাইল, ঘুষ খেয়ে পেট মোটা করেছে অনেক সরকারী কর্মকর্তা-কর্মচারী, সরাসরি ঘুষ চায় না, খায় না, সরকারী কর্মকর্তা কর্মচারীরা, এসব ঘুষখোর কর্মকর্তা কর্মচারীদের রয়েছে বিশাল এক দালাল সিন্ডিকেট, এই দালাল সিন্ডিকেট দ্বারাই ঘুষ খেয়ে পেট মোটা করছে সরকারী কর্মকর্তা-কর্মচারী।
ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম অফিস ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-২, মিরপুর-১, ঢাকা এই অফিসে ট্রেড লাইসেন্স শাখা, হোল্ডিং ট্যাক্স (রাজস্ব শাখা), পরি”ছন্ন শাখা, ইঞ্জিনিয়ারিং শাখা, মশক শাখা, স্বাস্থ শাখার মাধ্যমে সেবা গ্রহিতা বাধ্যতামূলক উৎকোচের মাধ্যমে সেবা গ্রহণ করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দালালগুলো কর্মকর্তাদের চেয়ার বসে কর্মকর্তাদের ভুয়া আইডি কার্ড ঝুলিয়ে কর্মকর্তার পরিচয় দিয়ে সেবা গ্রহিতাদের কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়েছে ওপেনে। তাদের পরিচয় সনাক্তকরাতে তারা বলে, তাদের পকেটে অনেক সাংবাদিক রয়েছে কেউ আমাদের এহেন ঘুষ বাণিজ্যে বাধা প্রদান করতে পারবে না। এই দালালদের বিরম্নদ্ধে দায়িত্বশীল কর্মকর্তাদের প্রশ্ন করা হলে তারা এড়িয়ে যান।