টঙ্গীতে সন্ত্রাসীর শাস্তির দাবীতে বিএনপির মানববন্ধন
মোঃ পাপেল মিয়া টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারী, অস্ত্রকারবারী একাধিক হত্যা মামলার আসামী কামরুল ইসলাম কামু ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে এরশাদ নগর (৪৯নম্বর ওয়ার্ড) বিএনপি সহযোগী সংগঠন এবং এলাকাবাসী।
শনিবার বিকেল ৪টায় স্থানীয় এরশাদনগর এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলন করে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে দাবী করা হয়, কামরুল ইসলাম কামু ফ্যাসিস্ট আওয়ামী লীগের পালিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধে প্রায় দুই ডজন মামলা রয়েছে। একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামী সে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছে কামু। ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাতারাতি বিএনপি বনে গিয়ে এরশাদনগর এলাকায় তান্ডব চালায় কামু। এরপর গড়ে তুলে সন্ত্রাসী বাহিনী। এই বাহিনী সকল প্রকার অপকর্ম করছে এলাকাজুড়ে। থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়। সম্প্রতী কামু বাহিনী এলাকায় ব্যাপক বোমাবাজি ও তান্ডব চালিয়ে একাধিক মানুষকে আহত করে। পরে যৌথ বাহিনী তাকে অভিযান পরিচালনা করলে তার দুই সহযোগী গ্রেপ্তার হয়। কৌশলে পালিয়ে যায় কামরুল ইসলাম কামু।এরশাদ নগরবাসী এই সন্ত্রাসী বাহিনীর প্রধান কামু ও তার সকল সহযোগীর গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এসময় উপস্থিত ছিলেন, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক চান মিয়া প্রধান, সাবেক নরুল হক, সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ সভাপতি অলি উল্লাহ, ৪৯ ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, বিএনপি নেতা নাজিউর রহমান সুমন, যুবদল নেতা মঞ্জুর হোসেন সহ ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্থরের এলাকাবাসী।