চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার প্রসঙ্গে ভারত ভুল তথ্য ছড়াচ্ছে – পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার প্রসঙ্গে ভারত ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার চেতনার পরিপন্থি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে ভারতের ভিত্তিহীন বিবৃতি কেবল ভুল তথ্য প্রচারই নয়, বরং দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার শামিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশের সকল ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি বিদ্যমান এবং অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টা, তা ভারতের বিবৃতিতে প্রতিফলিত হয়নি। দেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের সমান দৃষ্টিতে দেখার যে অঙ্গীকার, সেটিও উপেক্ষা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের, ধর্মীয় পরিচয় নির্বিশেষে, তার নিজ ধর্ম পালন ও মত প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বছরের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এর উদাহরণ।
এতে বলা হয়, বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন এবং সরকার বিচার বিভাগীয় প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করে না। চিন্ময় দাসের বিষয়টি আদালতে বিচারাধীন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।