1. admin@dailydhakarcrime.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটি কে পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলায় সংবর্ধিত, শরণখোলায় ইউএনও’র বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন ধামইরহাটে শুভ বড়দিন উপলক্ষে ৬৯টি গীর্জায় জিআর চালের ডিও বিতরণ সাতক্ষীরায় প্রতিবন্ধীদের ১০ শতাংশ অগ্রাধিকারের দাবিতে মানববন্ধন টঙ্গীর ময়দানে তাবলিগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে নিহত ৩ আহত ১০০ জনের বেশি দাবিকৃত চাঁদা না দেয়ায় পূবাইলে দোকান ভাঙচুরসহ গরু নেয়ার পূবাইল থানায় অভিযোগ সাতক্ষীরায় শিশু রাহি হত্যার আসামীর ফাঁসির দাবীতে মানববন্ধন সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বৃহত্তর দক্ষিণ অঞ্চলীয় সমিতি গাজীপুর এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও পরিচিতি সভা। টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দলীয় কার্যালয় উদ্বোধন।

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা করে আসছেন চাঁদনী আক্তার থানায় অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরির ওমর ফারুক নামক এক যুবকের সাথে ফেসবুকে পরিচিত হয়ে নানান অপকৌশলে বিয়ের অপতৎপরতা চালানোর ফলে যুবকের বোন হালিমা সদর থানায় অভিযোগ করেছেন গত ১৮/১০/২৪ ইং তারিখে।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুরের মহানগর গাছা থানার যুগিতলা এলাকার বাসিন্দা মোসা: চাঁদনী(২৫) সরকারি চাকুরীজিবি মোঃ ওমর ফারুক (২৯) এর সহিত প্রায় ১বছর পূর্বে মোবাইল ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়।বিবাদী নানান কথার ছলে সেই যুবককে বিবাহের প্রস্তাব দিলে এবং যুবক ওমর বিবাদীর প্রস্তাবে রাজি না হলে বিবাদী বিভিন্ন সময়ে নানান প্রকার হুমকী ধামকী দিয়ে আসতে থাকে।বিবাদী প্রায়ই ওমরের বসত বাড়ীতে এসে বেহায়া ও সন্ত্রাসীর মতো ভয়ানক আচরণের দ্বারা বিবাহের প্রস্তাবে জ্বালা যন্ত্রনা দিয়ে আসছে নিয়মিত। বিগত ১৫/০৮/২০২৩ তারিখ হঠাৎ করে বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় সদর থানাধীন উত্তর ছায়াবিথী সাকিনে যুবকের বসত বাড়ীতে বিবাদী অনধিকার প্রবেশ করে উত্তেজিত ও নেশাগ্রস্ত অবস্থায় অকথ্য ভাষায় গালি গালাজসহ হুঁমকী দিয়ে বলে যে,তাদেরকে খুন জখম করিবে। বিবাদী নিজেই নিজের ক্ষতি করে তাদের নামে মিথ্যা মামলায় হয়রানি করবে, শান্তিতে বসবাস করতে দিবে না ইত্যাদি।

সচেতন মহলের মতে, বিবাদীর পিছনে কাজ করছে অ্যাডভোকেট দিবা, তাছাড়াও আছেন ২ জন ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে একজন বশির উল্লাহ।এমনকি গাজীপুর কাজী মার্কেট সংলগ্ন কাজী অফিসের কাজীসহ গোপন একটি চক্র এই মেয়ের হয়ে কাজ করে যাচ্ছেন।মুলত: এই অপরাধ চক্রের মুল উদ্দেশ্য হলো বিদেশি বা সরকারি চাকুরীজিবিদের প্রেম-বিবাহের নামে ভয়াবহ বিপদে ফেলে সর্বস্ব লুটে নেয়া।

তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকার পরেও কখনো ফেসবুক কখনো রং নাম্বার কখনো মেসেঞ্জারে চ্যাট করে দিনকে দিন প্রতারণা এবং মিথ্যা মামলার হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে এলাকার যুব সমাজ ও সাধারণ মানুষ দিনে দিনে অতিষ্ঠ হয়ে উঠেছেন।

বাদী হালিমা জানান,যে কোন মুহূর্তে সেই চাঁদনী আমার ও আমার পরিবারের সদস্যদের জান ও মালের বিরাট ধরনের ক্ষতি করিতে পারে মর্মে আশংকা করছি। বিবাদী বর্তমান ব্যবহৃত মোবাইল নং- ০১৯৯৭৬৮৩৭৯৮, ০১৯৭৩৫৭৫৬১৫ এবং ০১৯৯৮৪৯৩৯৭৭ দিয়ে ফোন করে পূর্বের ন্যায় অদ্যাবধি হুমকী ধামকী দিয়ে আসছে।

ওমর ফারুক জানান, আমি দূরে থাকি এবং সরকারি চাকুরী করি।আমি বিবাহিত জানার পরেও চাঁদনীচক্র কিভাবে কোন উদ্দেশ্যে অসামাজিক আচরণে বিয়ের প্রস্তাব দেয় তার সকল মতলব আমরা স্পষ্ট বুঝি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, চাঁদনীর আগের স্বামী ইসরাফিলের সাথেও একই ঘটনায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।উক্ত বাদীর ঠিকানা — মোসাঃ হালিমা আক্তার (২২), পিতা-মোঃ শহীদুল্লাহ, সাং-উত্তর ছায়াবিথী, ওয়ার্ড নং-২৮, বাসা নং-৮৮/১, ব্লক-ই, থানা-সদর, মহানগর গাজীপুর।

খবর নিয়ে আরও জানা যায়, উক্ত প্রতারক চক্রের নাম ও ঠিকানা। তারা হচ্ছেন — (১) মোসা: চাঁদনী আক্তার, পিতা– আব্দুস সালাম(২) মিনারা পারভীন, স্বামী- আঃ ছালাম (৩) শিল্পি আক্তার, পিতা- আঃ ছালাম(৪) সোনিয়া, স্বামী – আলম (৫) মনোয়ারা বেগম, স্বামী– মৃত লিয়াকত হোসেন, সর্ব সাং যোগীতলা, থানা- সদর মেট্রো, গাজীপুর মহানগর, গাজীপুর।

শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযোগ সংক্রান্ত ব্যাবস্থা নেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একাধিক বার ফোন করলেও তা কেউ রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় মাহোস্ট আইটি