আনন্দঘন পরিবেশে সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কামাল খানঃ
সৌদি আরব প্রতিনিধি
জাঁকজমকপূর্ণ পরিবেশে কেক কেটে সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হোটেল ডি প্যালেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপনের সভাপতিত্বে –
কাজী সোহাগ ও মাজহারুল ইসলাম মিঠুনের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার গোলাম হাসনাইন সোহান। প্রধান বক্তা, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি ‘র সাধারণ সম্পাদক এডভোকেট মিম সিদ্দিকুর রহমান ইমরান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সিনিয়র সহ-সভাপতি শওকত আলী সিকদার পূর্বাঞ্চল বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম গাজী
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা রেদোয়ান আহমেদ, নজরুল ইসলাম পাটোয়ারী , মামুনুর রহমান, মোঃ আমির , ফয়েজ আহমেদ সহ যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।
বক্তারা বলেন ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে ঘুম খুন চুরি ডাকাতি সন্ত্রাসী ধর্ষণ সহ বাংলাদেশের গণতন্ত্র হত্যার পাশাপাশি মানুষের ভোটাধিকার খর্ব করেছেন ।দেশের উন্নয়নের কথা বলে যে পরিমাণ লুটপাট হয়েছে তা ডিজিটাল লুটপাট হিসেবে সারা পৃথিবীতে প্রমানিত হয়েছে। তাই এই সকল অপকর্মের সাথে যারা জড়িত ছিল হাসিনা সহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ব্য আহবান জানান। এবং এখনো যারা হাসিনার পক্ষ হয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য আহ্বান জানান
সভায় বিশিষ্ট শিল্পপতি সাবেক ছাত্র নেতা মাহবুব মোল্লা সোহাগকে সভাপতি,মোহাম্মদ ডালিম মিয়া সিনিয়র সহ-সভাপতি তারেক জামান সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আজহারুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট দাম্মাম যুবদলের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বি এন পি এবং যুব দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন
সবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।