কক্সবাজারে মাদ্রাসা শিক্ষক, সাংবাদিক ও টমটম চালককে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং, কাটাবনিয়া এলাকার ইসলামীয়া এমদাদুল উলুম বড় মাদ্রাসার পরিচালক-মওলানা মনির আহমদ, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সোহেল চৌধুরী, প্রতিবন্ধি টমটম চালক মোঃ জিয়াবুল ইসলামকে
মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর ) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন টেকনাফ উপজেলার মাদ্রাসা শিক্ষক, ছাত্র ছাত্রীসহ এলাকার জনসাধারণ। বক্তারা
অভিযোগ করেন, ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ৩ জন নিরীহ মানুষকে কারাগারে পাঠানো হয়েছে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্টু তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের শাস্তির দাবী জানানো হয়
মানববন্ধনে।
মানববন্ধনে বক্তারা দাবী জানিয়েছেন,
গত ১০ সেপ্টেম্বর রাত ২ ঘটিকার সময় মিথ্যা তথ্যের ভিত্তিতে আটক ব্যক্তিদের বাড়িতে যৌথবাহিনী সাড়াসি অভিযান পরিচালনা করেন । অভিযানে অবৈধ কোন কিছু না পাওয়ার পরেও ষড়যন্ত্রমূলক গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে সাংবাদিক সোহেল দীর্ঘ দিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এতে সাবরাং এলাকার মৃত নুরুজ্জামানের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী নুরুল হাকিম, নুরুল আমিন বাহিনীর সাথে চরম বিরোধ ছিল । সাংবাদিক সোহেলকে দেখে নেয়ার হুমকী দিয়ে আসছিল এসব সন্ত্রাসী চক্র। তারা সাংবাদিক সোহেলের আপন মামা মাদ্রাসার পরিচালক মাওলানা মনির আহমদকেও নানাভাবে হয়রানি করে আসছিল । বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় । এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে পরিকল্পিতভাবে সাজানো মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে দাবী জানিয়েছেন মানববন্ধনে বক্তারা।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পরবর্তী উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীসহ জনসাধারন ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, আটককৃতদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।