সাতক্ষীরা সীমান্তদিয়ে ভারতে পাচারের সময় ৪ জনকে আটক করেছে বিজিবি
**************************
নাজমুল আলম মুন্নাঃ সাতক্ষীরা সীমান্তদিয়ে ভারতে পাচারের সময় তিন নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার কাকডাংগা সীমান্তের কেড়াগাছি এলাকায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বরিশাল কোতয়ালী থানার বোখাই নগর এলাকার হানিফ মুন্সির ছেলে মোঃ সাইফুল মুন্সি(৩৫) ও সাইফুল ইসলাম এর স্ত্রী মোছাঃ আঁখি আক্তার (২৭) ছাড়াও নেত্রকোনা জেলা সদরের বুড়িজুই এলাকার আবুল মিয়ার মেয়ে লাকী আক্তার (২৫), চুয়াডাংগা জেলার জীবন নগর এলাকার মোঃ বকুল এর মেয়ে পাপিয়া খাতুন (২৪)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কাকডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধীনস্থ কাকডাংগা বিওপির সুবেদার নাসির উদ্দিন ও এসআইপি সদস্য নায়েক কাজী হুরমুজ আলী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ওই স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় উক্ত স্থানে ৪ জন ব্যক্তি আগমন করলে টহলদল তাদের আটক করে। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মানবপাচারী চক্রের ৫ (পাঁচ) জনকে পলাতক আসামী করে কলারোয়া থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।