সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে নারী সহ আটক পাঁচ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় ৩ জনকে আটক করেছে বিজিবি।একই সময় পৃথক অভিযান চালিয়ে হিজলদী সীমান্ত থেকে দুই নারীকে আটক করা হয়। শুক্রবার ভোর রাতে ও সকালে তাদের পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন,দেবহাটা উপজেলার পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে মো. জসিম উদ্দিন (৩৮), সদর উপজেলার লক্ষীদাড়ী এলাকার আসাদুল সরদারের ছেলে মো.বিলাল হোসেন (২৩) এবং মো.শামছুজ্জামান (৩৯) শরিয়ত পুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর এলাকার মৃত সামছুল মোল্লার মেয়ে নাগরিক মৌসুমী (৩৪),ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রপানা গ্রামের মৃত আয়নাল উদ্দীন শেখের ছেলে মো.মামুন (৩৩)।
সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার পদ্মশাখরা দিয়ে রাত ৩ টার দিকে কয়েজন বাংলাদেশী নাগরিক অবৈধ ভাবে ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার মো. আনোয়ারের নেতৃত্বে একি টিম সেখানে অবস্তান নেয়। ওই সময় ২টি মোটরসাইকেল সহ তিন জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ অবৈধ ভাবে ভারতে গমনের বিষয়টি স্বীকার করেন।আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান,অপর দিকে চলতি বছরের আগস্ট মাসে যশোর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে এক যুবক ও এক নারী। আজ সকালে হিজলদি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয় অবৈধ ভাবে সীমান্ত পারাপারের দায়ে তাদের কলারোয়া থানায় হস্তান্তর করে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।