বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে “শিক্ষক মহাসমাবেশ” জাতীয় প্রেস ক্লাব, ঢাকা অডিটোরিয়ামে অনুষ্ঠান উদ্যাপিত হয়।
সরকার জামাল: -গতকাল ০৪ অক্টোবর, রোজ শুক্রবার, সকাল ১০.০০ টায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ ফিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে “শিক্ষক মহাসমাবেশ” জাতীয় প্রেস ক্লাব, ঢাকা অডিটোরিয়ামে অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, চেয়ারম্যান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কুমিল্লা বিভাগ) বক্তব্যে বলেন- বৈষম্যবিরোধী আন্দোলনে যাদের আত্মত্যাগের মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও দেশ পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে, তাঁরা অঘোষিত স্বাধীন বাংলাদেশের জাতীয় বীরদের মধ্যে অন্যতম। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সমান অংশীদার। দেশে বিশাল সংখ্যক বেকার কর্মসংস্থান বিশেষ করে মেয়েদের বেকারত্ব দূরিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি আর্থিক স্বচ্ছলতার পথ সৃষ্টি করেছে কিন্ডারগার্টেন স্কুল। মাতৃত্বসুলভ, আধুনিক, যুগোপযোগী ও গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার শুরু এই কিন্ডারগার্টেন থেকে। তিনি বলেন-বিএনপি সরকার গঠন করলে কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সকল যৌক্তিক দাবি মেনে নেয়া হবে বিশেষ করে কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড ও নিবন্ধনের বিকল্প নেই।
অনুষ্ঠানের উদ্ভোদক জনাব আকন কুদ্দুসুর রহমান, (বিএনপি কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগ) বলেন-আজকের এই চমৎকার অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকাদের উপস্থিতিই বলে দেয় কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। সরকারের সুযোগ সুবিধা না পেয়ে, নিজেদের টাকায় শিক্ষা উদ্যোক্তা হয়ে সরকারকে যেভাবে নিঃস্বার্থভাবে শিশু শিক্ষার মানোন্নয়নে কাজ করছে রাষ্ট্রের উচিত তাদের দাবি মেনে নেয়া, পাশাপাশি সম্মান দেখানো ও সহযোগীতা করা।
অনুষ্ঠান সঞ্চালক হিসাবে সংগঠনের মহাসচিব মো: আরিফুর রহমান তুহিন স্বাগত বক্তব্যে নিবন্ধন গেজেট-২০২৩ রহিতকরণ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি কর্তৃক বৈষম্যময় শিশু শিক্ষা সংস্কারের অংশ হিসাবে কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধনের কিছু কিছু সাংঘর্ষিক বিষয় সমূহ বাদ দিয়ে সহনীয় বিধিমালা পুনরায় প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির মাধ্যমে “কিন্ডারগার্টেন নিবন্ধন বিধিমালা” প্রণয়নের জন্য সুপারিশমালা তুলে ধরেন। তিনি সকল কেন্দ্রীয় কমিটির ও দেশের বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ প্রয়োজনে সামনের রাজপথের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান করেন। প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং
অনুষ্ঠানের সভাপতি শেখ মিজানুর রহমান তার সমাপনী বক্তব্যে কিন্ডারগার্টেন স্কুল পরিচালনার স্বার্থে গুরুত্বপূর্ণ দাবিসমূহ তুলে ধরেন এবং অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, সবার সু-স্বাস্থ্য কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব অধ্যক্ষ মো: আলমগীর হোসেন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি), জনাব আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি), প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জনাব মো: জাকির হোসেন (অতিরিক্ত মহাসচিব, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট), নেতৃবৃন্দ হিসাবে মো: ফিরোজ আহমেদ, মো: মোশারেফ হোসেন, মোঃ সালেহ আহমেদ, মো: ওমর ফারুখ, মোসা: পারিভিন আক্তার, মোঃ আবুল বাশার, মোসা: নুরুন নাহার শিলা, এইচ, এম আফজাল হোসেন, মো: আতিকুর রহমান, মো: ইব্রাহিম হোসেন, এম, এইচ জুয়েল, মোঃ আসাদুজ্জামান, মো: সুলতান মাহমুদ, শেখ শরিফুল ইসলাম, মো: ইসমাঈল হোসেন, মোঃ এনামুল হক, মো: ফখরুল আমিন, মোঃ মাহবুবুর রহমান, মো: ইসমাঈল, মো: আমির হোসেন, মো: শাহজালাদ, এস.এম নূরে আলম, মোঃ মেহেদুল ইসলাম, মো: ইসমাঈল নাহিন প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় কমিটির ও দেশের বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ তাদের স্ব স্ব বক্তব্য প্রদান করেন।