নড়াইলে সড়ক ও জনপদ বিভাগের আওতায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু।
সৈয়দ রুবেল নড়াইলঃ
নড়াইলে সড়কও জনপদ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মানের উচ্ছেদ অভিযান শুরু।
০৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টার দিকে সড়ক ও জনপদ বিভাগ খুলনার ষ্টেট কর্মকর্তা মোহাম্মদ ইয়ানুর রহমান এর নেতৃত্বে নড়াইল শহরের মধ্যের রাস্তার পাশের একাংশ অবৈধ স্থাপনা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নড়াইল সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা সহ নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নড়াইল-যশোর সড়কের শহর অংশের প্রায় ৬ কিলোমিটার সড়কের প্রশস্ত করণের কাজ চলমান রয়েছে। অবৈধ দখলদারদের কারণে প্রশস্ত করণের কাজ বাধাগ্রস্থ হওয়ায়, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য দফায় দফায় নোটিস প্রদান করা হলেও দখল বাজরা অবৈধ স্থাপনা অপসারণ না করায় আজ ৩ রা সেপ্টেম্বর মঙ্গলবার এ অভিযান করা হয়েছে।
অভিযানের এ বিষয়ে খুলনা বিভাগীয় সড়ক ও জনপদ বিভাগের ষ্টেট কর্মকর্তা ইয়ানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদের জায়গা কিছু লোক অবৈধ ভাবে দখল করে আসছিলো, সড়ক ও জনপদ বিভাগের সেই বেদখল জায়গাগুলি দখল মুক্ত করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে। এর মধ্যে কোন স্থাপনায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলে আইনি প্রক্রিয়া শেষে সে গুলির উচ্ছেদ করা হবে#
এনামুল কবির রুবেল
নড়াইল