সাতক্ষীরায় এ্যাড.মিলি সহ ১০ জনের নামে আদালতে হত্যা মামলা
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
হত্যা চেষ্টার মামলার আসামীরা ভিকটিমের ভাইকে নির্যাতন করে হত্যার পর লাশ বাঁশে বেঁধে পানিতে ডুবিয়ে রাখার ঘটনায় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এ্যাড.শাহানাজ পারভিন মিলি সহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী ও সদর উপজেলার খানপুর গ্রামের এ্যাড.মশিউর রহমান বাদি হয়ে বৃহষ্পতিবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক নয়ন বড়াল মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আখের আলী, সদস্য আহাদ আলী, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক লিটন ও তার ভাই আওয়ামীলীগ সদস্য সাঈদুর রহমান, শিবপুর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিল উল্লাহ,যুবলীগ সদস্য আলতাফ হোসেন খোকন, তার ভাই রিপন ও মিলন, সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.শাহানাজ পারভিন মিলি সহ অজ্ঞাতনামা-চার জন।মামলার বিবরনে জানা যায়,আসামীরা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা-কর্মী। সদর উপজেলার খানপুর গ্রামের সমির উদ্দীন আহম্মেদ এর ভাই মারুফ হোসেন জাতীয়তাবাদি তরুন দলের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি। তার খানপুর বাজারে একটি ঔষধের দোকান ছিল। এর বাইরে তার মাছের ঘের ছিল। ২০২২ সালের ১৩ মে শিবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান তার ঔষধের দোকানে যেয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ওই বছরের ১৩ মে সকাল ৮টার দিকে ঘেরে যাওয়ার সময় আসামীরা মাসুদকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ ঘটনায় সদর থানায় জি,আর- ৩৭৫/২২ নং মামলা দায়ের করা হয়। ওই বছরের ২৪ জুলাই মামলাটির অভিযোগপত্র দাখিলের পর বর্তমানে বিচারাধীন রয়েছে। এর পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য আসামীরা গুমকি ধামকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৩ জুন বিকেল চারটার দিকে ভিকটিমের ভাই মারুফকে হত্যা করে লাশ পার্শ্ববর্তী পুকুরের পানিতে বাঁশের সঙ্গে বেঁধে লুকিয়ে রাখে। এ ঘটনায় থানায় মামলা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে পরিস্থিথি পাল্টে যাওয়ার সাথে সাথে বৃহষ্পতিবার নিহতের ভাই মশিয়ার রহমান বাদি হয়ে এ মামলা করেন।সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এ্যাড. মশিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।