নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খুলনা
বেতারের লুটকৃত মালামাল উদ্ধার, আটক ২
নাজিম খুলনা :- বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল শুক্রবার (১৬ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে খুলনা নগরীর জোড়া গেট এলাকায় অভিযান চালায়। এ সময় গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র হতে লুটকৃত সরকারি মালামাল উদ্ধার করা হয়। মালামাল লুটপাটের সাথে জড়িত দুজনকে আটক করে আইনশৃংখলা বাহিনীর এই যৌথ দল।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল বাংলাদেশ বেতার খুলনা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। সেই সাথে আটককৃতদের সোনাডাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্থাপনার সুরক্ষা ও যেকোনো নাশকতা প্রতিহত করতে সদা তৎপর বাংলাদেশ নৌবাহিনী।