উত্তরা জুড়ে দীর্ঘ সময় ধরে চলছে এমএলএম নামক প্রতারণা বাণিজ্য। কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর,ফের সাইফুল এর নেতৃত্বে রোড নং ১১ বাড়ি নং ১০ সেক্টর ৬ উত্তরা তিনতলায় শুরু হয়েছে এ বানিজ্য।ডেসটিনির পর দেশজুড়ে প্রতারণার ফাঁদ পেঁতেছে নোসাস গ্রুপ নামক এমএলএম কোম্পানী।অধিক অর্থে প্রলোভন দেখিয়ে সদস্য করছে সহজ-সরল তরুণ-তরুণীদের।এদের মাধ্যমে নিম্নমানের খাদ্য সামগ্রী পণ্য সামগ্রীর প্রকৃত দামের তুলনায় প্রায় দশ গুনের চেয়েও বেশি। সদস্যদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।দামের চেয়ে মানে সেরা সদস্যদের হাতে ধরিয়ে দিয়ে পণ্য নামক প্রতারণার ফাঁদ। আর ভবিষ্যতের আয়ের আশায় তাদের সেই ফাঁদে ফেলে বেকারত্ব অভিশাপ ভুক্ত থাকা এইরকম তরুণীরা ডেসটিনির প্রতারণার ফাঁদ হওয়ার পর সরকারের দৌড় ঝাঁপে কিছুদিনের জন্য ঝিমিয়ে পড়েছিল এমএলএম কোম্পানীর রমরমা বাণিজ্য।তারপর সম্প্রতি দেশজুড়ে