এমপির নাম ভাংগিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে, দোকান ঘর নির্মাণ করছে রহিস গং–
নিজস্ব প্রতিবেদক –
রাজধানী উত্তরা আব্দুল্লাহপুর বেড়ীবাঁধের দক্ষিন পার্শ্ববর্তী বাস কাউন্টার সংলগ্ন রাস্তায় পাশের জায়গা দখল করে দোকান ঘর উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা ১৮ আসন এমপি নাম ভাংগিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করছে বলে জানা যায়।যারা সরকারী জায়গা দখল করেছে,তারা নাকি সরকার দলীয় লোক। দেশের এই কঠিন সময়ে সরকারের ভাবমুর্তি নষ্ট করতে এরা ঢাকা ১৮ জনের এমপি আলহাজ্ব খরসু চৌধুরী নাম ভাংগিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দোকান ঘর উঠাচ্ছে। জানা যায়এদের কোন থানা কমিটিতে নাম বা কোন দলিয় পদ পদবীতে নাম নেই বলে শুনা যায় । তাহলে এরা কারা, তারা হলো আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ এলাকার আতংক১/রহিচ ২/সাব্বির ৩/ লেবু সহ আরো কিছু অসাধু চক্র। এদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গা নিয়ে, মামলা চলমান থাকলেও, থানা পুলিশ ও মহামান্য আদালতের আদেশ কে বৃদ্ধ্যাগুংলি দেখিয়ে ঐ তিন ভুমিদস্যু সরকারি জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন ভাবে বাঁশ খুটি গেড়ে টিন দিয়ে ঘর বানিয়ে দখল করে রেখেছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা। এব্যাপারে ঐ এলাকার আশেপাশে লোকজন কে জিজ্ঞেস করলে জানা যায়,রহিচ, সাব্বির, লেবু গং আওয়ামী লীগের নাম ভাংগিয়ে দখল করছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা ।দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী ভাস্যমান গরীব দোকানদাররা এখানে দোকানদারী করতো।তাদের ভয় ভীতি দেখিয়ে সরকারী পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করছে আওয়ামাী লীগের নাম ভাংগানো কিছু অসাধু চক্র।এই দখলের অভিযোগের ঘটনা জানতে সরেজমিন ঘুরে এসে দখলদার কাউকে পাওয়া যায় নি। রোহিজ মুঠো জিজ্ঞাস করলে উনি বলে টুটুল গং এদের সাথেকে ভাড়া আনছে আমাদের কাছে স্ট্যাম্প আছে টুটুল গঙ্গের ম্যানেজার মোতালেবের সরাসরি কথা বলে যানা যায় ম্যানাজার বলেন আমরা কারো ভাড়া দেয়নি এবং স্ট্যাম্প করিনি সম্পূর্ণ কথা মিথ্যা এবং বানোয়াট আমরাও শুনছি স্ট্যাম্প অনেক অনেক দেখাইছে মিথ্যা স্টিমের জন্য থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে। ঢাকা ১৮০০ এমপি আলহাজ খরসু চৌধুরী মুঠো ফোনের যোগাযোগ করলে আমি জানিনা কে বা কারা দখল করতাছে আমি দেখব ব্যবস্থা নিব সাথে এর এ ব্যাপারে জানতে পানি উন্নয়ন বোর্ডের অফিসে যোগাযোগ করলে তারা জানায়, দখলের ব্যাপারে আমরা কিছুই জানিনা।তবে যদি কেউ দখল করার চেষ্টা করে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল নিয়ে দুগ্রুপের ভিতর উত্তেজনা বিরাজ করছে। যে কেন সময় সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল নিয়ে দুগ্রুপের ভিতর হতে পারে বড় ধরনের সংঘর্ষ। এলাকার কয়েকজন লোক জানায় আপনারা প্রসাশন দিয়ে দখল বাজদের ঠেকান।না হয় বড় ধরনের সংঘর্ষ হতে পারে।এলাকাবাসী প্রতিবেদক জানায় ঘটনা অন্তরালে যারা আছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দেয়ার অনুরোধ করেছে। পরবর্তী সংখ্যা আসবে বিস্তারিত।