দুমকিতে বিএমএসএফ’র যুগপূর্তি উৎসব পালিত।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র যুগপূর্তি উৎসব উপলক্ষে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও দুমকি উপজেলা শাখার সভাপতি এম আমির হোসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাব, দুমকির সভাপতি মো. হারুন অর রশিদ, সাবেক সভাপতি মো. জসিম উ্দ্দিন সুমন দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন হাওলাদার ও সাধারন সম্পাদক কে এম আনোয়ারুজ্জামান (চুন্নু মিয়া), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিএমএসএফ দুমকি শাখার সহ সভাপতি মো. বাহাদুর হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের দুমকি শাখার যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান ও ডা. আরিফুর রহমান মামুন, আইসিটি বিষয়ক সম্পাদক মর্তূজা শোয়েব, অর্থ বিষয়ক সম্পাদক মো. সুমন হোসেন মৃধা এবং কার্যনির্বাহী সদস্য সৈয়দ আতিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন, জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবীর দ্রুত বাস্তবায়ন দাবী করেন। অনুষ্ঠানে কেক কাটা শেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।