কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে স্মৃতি আক্তার (২২) নামে এক কাতার প্রবাসীর সুন্দরী স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কটিয়াদী পৌরসভার ৮নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্মৃতি আক্তার একই এলাকার মানিক মিয়ার মেয়ে ও উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পৌরসভার ৮নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে স্মৃতি আক্তার।
সূত্রমতে, সাত মাস আগে বাড়ি আসেন কাতার প্রবাসী আমিন; কিন্তু আবার কাতার ফিরে যাওয়ার সময় স্ত্রীকে হালুয়াপাড়া শ্বশুরবাড়িতে রেখে কাতার চলে যান আমিন। নিঃসন্তান স্মৃতি আক্তার তাই বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।