
নবগঠিত গাজীপুর-৬ আসনকে স্বাগত জানিয়ে ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা
গাজীপুর প্রতিনিধি:
নবগঠিত গাজীপুর-৬ সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর বিএনপির ৪৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বাদ আসর টঙ্গীর নওগাঁও এলাকার এম.এ. মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. আরিফ হোসেন হাওলাদার।
বক্তব্যে তিনি বলেন,
“বিএনপি যদি জনগণের ভোটে আবারো রাষ্ট্রক্ষমতায় আসতে পারে এবং ৩১ দফা বাস্তবায়ন করা যায়, তাহলে দেশ একটি নতুন উন্নয়নের যুগে প্রবেশ করবে। ১৯৯১ সালে বিএনপি সরকার স্কুলে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছিল। এবার ক্ষমতায় এলে প্রতিটি ঘরে টিসিবির পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমি যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে গাজীপুর-৬ আসনকে মাদক ও চাঁদাবাজি মুক্ত এলাকায় পরিণত করব। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
তিনি আরও বলেন,
“৫ তারিখের ঘটনার পরেও আমি এমন কোনো কাজ করিনি যাতে দলের ক্ষতি হয়। বরং আমি সবসময় দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমার রাজনৈতিক যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শুরু হয়েছে এবং এখনও আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
সভায় সভাপতিত্ব করেন ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সহেল নুরুজ্জামান।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমীর হোসেন দীপু, স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস খান, তার মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।