মানুষের জীবন সংসার নষ্ট ধ্বংস করছে পরকীয়া
Reporter Name
-
প্রকাশের সময় :
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
-
১১৯
বার দেখা হয়েছে

মানুষের জীবন সংসার নষ্ট ধ্বংস করছে পরকীয়া
নিজস্ব প্রতিবেদক ঃ অভিযোগ সূত্রে জানা যায় গাজীপুর জেলার টঙ্গী আরিচপুর এক ব্যক্তির স্ত্রী শেফালী খাতুন ৩০ দুই সন্তানের জননী পরকীয়ায় আসক্ত হয়ে ঘর ছেড়ে চলে যায় অভিযোগসূত্রে জানা যায় লালমনিরহাট জেলারকালিগঞ্জ থানার মুফা মিয়ার মেয়ে শেফালী খাতুনকে ১২ বছর আগে ইসলামিক শরিয়া মোতাবেক বিয়ে করেন রয়েছে তাহার দুই সন্তান এদিকে tiktok এর মাধ্যমে পরিচয় হয় লালমনিরহাট জেলার আজিজমারী থানা গ্রাম কমলাবাড়ী মার্কেট আইয়ুব আলীর ছেলে আপেল মাহমুদ চল্লিশের সাথে দীর্ঘদিন বিভিন্ন স্থানে দেখা সাক্ষাৎ মোবাইল ফোনের কথা বলতে থাকেন বিষয়টি স্বামীর কালামিয়া জানতে পেরে সন্তানের দিক তাকিয়ে তাকে বিভিন্নভাবে বুঝিয়ে রাখেন কিন্তু শেষ রক্ষা হয়নি তার গত ৮।৯। 2025 ইং তারিখে সে কর্মস্থলে চলে যান বাড়িতে এসে দেখেন তাহার স্ত্রী শেফালী নেই অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন পরক্রিয়া প্রেমিক আপেল মাহমুদ এর সাথে চলে গেছেন এবং ঘর থেকে নগদ টাকা স্বর্ণালংকার সবকিছুই নিয়ে গেছেন রেখে গেছেন দুই বাচ্চা এবং স্বামী কে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলবে তাহার রেখে যাওয়া স্বামী টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তাহার বিচার দাবি করেন।
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরো সংবাদ