
গাজীপুরে শান্তি স্পোর্টিং ক্লাবের উদ্দোগে
মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি:
শান্তি স্পোর্টিং ক্লাবের উদ্দোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ২০২৫, ১০ই অক্টোবর রোজ: শুক্রবার বিকাল-৪টা গাজীপুরের গাছা থানাধীন তালগাছ এলাকার ট্রাউজার গামেন্টস সংলগ্ন, বালুর মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার শাহনুর ইসলাম (রনি), অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকার শাহনুর ইসলাম (রনি) বলেন “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। খেলাধুলার মাধ্যমে তরুণরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শান্তি স্পোর্টিং ক্লাব এমন উদ্যোগ নিয়ে যে যুবসমাজকে ঐক্যবদ্ধ করছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”
৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল সরকার বলেন, “খেলাধুলার মাধ্যমেই আমরা বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য গড়ে তুলতে পারি। আগামী প্রজন্মকে সুশিক্ষা ও সুস্থ বিনোদনের সুযোগ দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।” আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমি যদি ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হই তাহলে যুবকদের খেলাধুলার পাশাপাশি সকল সামাজিক কাজে আমাকে পাশে পাবে আমি কথা দিচ্ছি, খেলায় দুটি দলের মধ্য রানার আপ দলটিকে নগদ অর্থ ও বিজয়ী দলকে একটি খাসি উপহার দেওয়া হয়, এ সময় আরো উপস্থিত ছিলেন বি এন পি নেতা জনাব হাজী শুক্কুর আলী ভাণ্ডারী ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ৩৭নং ওয়ার্ড বিএনপি হাজী আনোয়ার হোসেন বাবলু সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও বিশিষ্ট ব্যক্তি জনেরা খেলাটি উপভোগ করেছেন।