1. admin@dailydhakarcrime.com : admin :
গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নামে মানহানির মামলা, নিন্দার ঝড় - ঢাকার ক্রাইম
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাপ্পু সরকার সহ ৭ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার বাংলাদেশের গার্মেন্টস খাত ধ্বংসের চেষ্টায় ভারতীয় নাগরিক জগদীশ সিং এবার গ্রেপ্তার হয়েছে গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে সাতক্ষীরার কলারোয় ৫ দিনের শিশু কন্যাকে খালে ফেলে হত্যা করলো মা গাজীপুর মহানগরীর টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ২টি ইসিজি মেশিন ও ৩টি অক্সিজেন পালস মেশিন প্রদান গাছা মেট্রো থানা: যুবক হত্যা মামলার আসামিরা অধরা, ন্যায়বিচার নিয়ে শঙ্কিত বাদী হোটেল হানিফ” শ্যামলীর কলঙ্ক! মালিক জামান….ম্যানেজার আমিনুলের নেতৃত্বে চলছে নারী ও মাদকের অন্ধকার সাম্রাজ্য! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যার প্রতিবাদে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নামে মানহানির মামলা, নিন্দার ঝড়

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নামে মানহানির মামলা, নিন্দার ঝড়
প্রতিনিধি: মোঃ পাপেল মিয়া

গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানিকর মামলার ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপের অভিযোগে কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেলকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে মাজহারুল ইসলাম রুবেল বাদী হয়ে গাজীপুরের গাছা এলাকার কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন— শাহীন আল মামুন, সম্পাদক ও প্রকাশক, সিএনএনবাংলা টিভি; সামসুদ্দিন জোয়েল, রিপোর্টার, সিএনএনবাংলা টিভি; মো. গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক জাগ্রত জনতা; মো. নুরুজ্জামান শেখ, বার্তা সম্পাদক, সাপ্তাহিক জাগ্রত জনতা; এবং মোসা. আছমা আক্তার লাকী।

সাংবাদিক মহল বলছে, ভুক্তভোগী পরিবারের বক্তব্য প্রচার করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। অথচ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

সাংবাদিক শাকিল বলেন, “ভুক্তভোগীর বক্তব্য প্রচার করা অপরাধ নয়। এই মামলা সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য প্রকাশে বাধা দেওয়ার শামিল।”

ঢাকার ক্রাইম পত্রিকার সম্পাদক আবু সাইদ মৃধা বলেন, “ইদানীং সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও হামলার ঘটনা বেড়ে গেছে। যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। এজন্য সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এখন সময়ের দাবি।”

সিনিয়র সাংবাদিক মুজাহিদুল ইসলাম বলেন, “অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সম্পাদকসহ সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করছি।”

গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ বলেন, “সংবাদ সংগ্রহ ও প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জেরে সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়ানো হলে তা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। আমরা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও সুশাসনের স্বার্থে স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের প্রতি তাঁরা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি

You cannot copy content of this page