তিনি বলেন ভক্তদের চাহিদা অনুযায়ী একের পর এক এ্যালবামের সাড়া পাচ্ছি তাদের কথা চিন্তা করে এবং উৎসাহ পেয়ে একজন শিল্পীর মন ধন্য হয়ে যায়। আমার ভালোবাসার মানুষ গুলির জন্য এবার নতুন করে নিয়ে আসছি নতুন গান, মিউজিক ভিডিও। আমার একক কণ্ঠে গাওয়া “রোদের মেয়ে” গানটির কথা লিখেছেন তাসনিম সাদিয়া, সুর ও সংগীতায়োজন করেছেন জামান, গানটি পরিচালনা করেছেন ইমন ইসলাম ও কম্পোজ করেছেন আমজাদ সুমন। খুব শীঘ্রই তমালিকার নতুন মিউজিক ভিডিও টি প্রকাশ করা হবে জি সিরিজের অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে।
তমালিকা দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে হাজির হবেন দর্শক শ্রতার সামনে।







