
বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা
রাজশাহী প্রতিনিধি: মো: মোমিন জাদরান,
দুর্গাপুর উপজেলার সদর ২৮/০৮/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত দুরন্ত মডেল একাডেমিতে, অংশগ্রহণকারীর মধ্যে বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র, বৃত্তি টাকা, ক্রেস্ট বিতরন এবং ৫ আগস্ট চিত্রাংকন প্রতিযোগিতার ক, খ, গ বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা এবং শেষে অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়।
২০২৪ সালের বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি অ্যাসোসিয়েশনের অধীন দুর্গাপুর উপজেলার ৬ টি কেজি স্কুলের মোট ৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন, এতে ৯টি ট্যালেন্টপুলে ও ১৫ টি সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়, তার মধ্যে দুরন্ত মডেল একাডেমির ৭ টি ট্যালেন্টপুলে ও ২টি সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। বক্তব্য শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, বৃত্তির টাকা (এককালীন) ও ক্রেস্ট বিতরণ করা হয়, ৫ ই আগস্ট চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয়র মাঝে পুরস্কার বিতরণ করা হয়, সবশেষে সভাপতি অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বিপুল সভাপতি দুরন্ত মডেল একাডেমি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আতিক স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনুল ইসলাম রঞ্জু বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি’র নেতা, শ্রী সুনীল সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড, মহসিন আলী, সভাপতি, দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, শামীমা আনোয়ার টুটুল বি,,এন,পি নেতা ৭ নং ওয়ার্ড জাকির হোসেন বাবলু ম্যানেজিং কমিটির সদস্য দুরন্ত মডেল একাডেমি ,ব্রাকে কর্মরত মোতাহার হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের বিভিন্ন পত্রিকার সম্মানিত সাংবাদিকবৃন্দ