
মানুষ আপনার জীবনে আসবে,
ধীরে ধীরে আপনাকে আপন করে নেবে।
একসময় মনে হবে-
এই মানুষটাই সবচেয়ে ভরসার,
সবচেয়ে নিরাপদ।
আপনি তার হাতে বিশ্বাসের চাবি তুলে দেবেন,
যেন পুরোটা অস্তিত্বই তার কাছে বন্ধক রাখা হলো।
কিন্তু হঠাৎ একদিন দেখবেন,
যার কাছে এতটুকু আস্থা রেখেছিলেন,
সে-ই আপনাকে ফেলে দিল অনিশ্চয়তার খাদে।
না কোনো ব্যাখ্যা,
না কোনো হাত বাড়ানো-
বরং দুর্বল মুহূর্তে সরে দাঁড়াল নির্দ্বিধায়।
সেই খাদ থেকে ওপরে উঠতে
সময় লাগবে, কষ্ট লাগবে।
অসংখ্যবার হোঁচট খাবেন,
অসংখ্যবার মনে হবে আর সম্ভব নয়।
তবুও যদি একদিন উঠে দাঁড়াতে পারেন,
তাহলে বুঝবেন-
আসলে আপনিই শক্তিশালী ছিলেন,
ভাগ্য শুধু আপনাকে নতুন করে
নিজেকে আবিষ্কারের সুযোগ দিয়েছে।
তবে সবাই এ সুযোগ নেয় না।
অনেকে সেই ভাঙা বিশ্বাসের ধ্বংসস্তূপেই
চিরদিন পড়ে থাকে।
তাদের ভুল হলো-
অন্যের অন্যায়ের দায় নিজের কাঁধে তুলে নেওয়া।
এটা নিছক অন্যায় নিজের সাথেই।
তাই মনে রাখবেন-
বিশ্বাস করাটা ভুল নয়।
কিন্তু এমনভাবে বিশ্বাস করুন,
যাতে সেটা ভাঙলেও
আপনার ভেতরে আবার উঠে দাঁড়ানোর শক্তি থাকে।
কারণ জীবন কখনো হাল ছেড়ে দেওয়ার নাম নয়।
• ❐ বিশ্বাসের ভাঙন আর শক্ত হওয়ার শিক্ষা
• লেখক: মাহবুব সরদার সবুজ