ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা মহানগর কমিটির দোয় ও মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, প্রখ্যাত আইনজীবী, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যালয়ে সংস্থার মহানগর কমিটির উদ্যোগকে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন, বিশিষ্ট সাংবাদিক – আবুল বাশার মজুমদার,সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, তথ্যপ্রযুক্তি সচল ব্বাপি আহমেদ শ্রাবণ, অর্থ সম্পাদক আবেদ আলী, সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আহমেদ আলী।
আরও উপস্থিতি ছিলেন এডভোকেট আব্দুল মান্নান মিলন, আমির আলী, মনিরুজ্জামান, সুবহান মাতাব্বর, ষোলআনা বাঙালির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিখর সহ সংস্থার শীর্ষ নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত করেন হাফেজ মো: তানভীর আহমেদ এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।