জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোটার : সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, গতকাল ৩০/১১/২৪ ইং (শনিবার) সন্ধায় ঘটিকার সময় , আব্দুল্লাপুর উত্তরার একটি ভবনে অনুষ্ঠিত হয়। সভাপতি একে এম আজিজুল হক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরীর পরিচালনায় , বিটিভির রাজু আহম্মেদ এর উপস্থাপনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় কামাল খানের বিদেশ থেকে আগমন, বিদেশে কমিটি সংক্রান্ত, সাধারণ সম্পাদক মো: মনির হোসেন চৌধুরীর বাবা মরহুম মুক্তিযোদ্ধা নুরের নবী চৌধুরীর মৃত্যতে গভীর ভাবে শোক পালন করা ও ১৬ই ডিসেম্ভর জাতীয় দিবস পালন সক্রান্ত আলোচনা করা হয়।উক্ত বিষয়ে আলোচনা করে এবং মুক্তিযোদ্ধার মৃত্যতে উপস্থিত সকলে ৩০ সেকেন্ড নিরবতা পালন করা হয়েছে । এছাড়াও ১৬ই ডিসেম্ভর বিজয় দিবস পালন করার ব্যাপারে পস্তুতি গ্রহন করা হয়েছে সবার সম্মতিতে । সভায় আগামী দিনের কার্যক্রম কে কি ভাবে এগিয়ে নেয়া যায় তার উপর আলোকপাত করেন জাতীয় গণমাধ্যম কমিশনের সদস্যবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ঢাকার ক্রাইম পত্রিকার সম্পাদক মোঃ আবু সাঈদ মৃধা ও দৈনিক আজকের আলোকিত সকাল প্রত্রিকার সম্পাদক মোখলেছুর রহমান মাসুম , বার্তা সম্পাদক কাজল খান , বিটিভির রাজু আহম্মেদ , চ্যানেল 7 এর সম্পাদক মুনসুর মাসুদ সবুজ বাংলার শিরিন আক্তার, মুক্তির চেতনার মো: বাচ্ছু ,
শ্রাবন্তী আক্তার, কাজী আশরাফুল আলম,, জাহাঙ্গীর আলম ,মো: ইসমাইল, । মো: আজহারুল হক , আং কাদির, মুজিবুর রহমান, মোঃ জুয়েল, বাবুল খাঁন মুন্না, মোঃ দেলোয়ার হোসেন, সাহেদ আহমদ শান্ত, আব্দুস সামাদ,ইলিয়াস আহমেদ, রুমান আহমেদ, প্রমুখ।