সাতক্ষীরায় ইয়াবাসহ এক যুবক আটক
নিজস্ব প্রতিবেদক ঃ
১শ ৪০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার সকাল ৯ টার দিকে সাতক্ষীরা সদরের আলিপুর নাথপাড়া এলাকায় এ আটকের ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম মোঃ জালাল ঢালী(৩৮)। সে সদরের শিমুল বাড়িয়া গ্রামের মোঃ খোকন ঢালীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক নির্দেশনায় আমার নেতৃত্বে এসআই সাহিদুল আলম ও এসআই আনিছুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আলিপুর নাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১শ ৪০ পিচ ইয়াবাসহ ঐ যুবকে আটক করা হয়েছে। আটককৃতের নামে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।