আব্দুর রহিম খানের একটি আদা পাকা বাড়ি ধষে ব্যাপক ক্ষয়ক্ষতির
মোঃ সোহেল রানা
আশুলিয়া জামগড়া তেতুলতলা এলাকায় আব্দুর রহিম খানের একটি আদা পাকা বাড়িছেপটি টাংকি ভেঙ্গে ধষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা,
শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটেছে এ বিষয় বাড়ির মালিকের কাছে সাংবাদিকরা জানতে চাইলে বাড়ির মালিক বলেন আমি দুই তিন মাস আগে বাড়ি ক্রাই করছি এ ব্যাপারে আমার কিছু যানা ছিলনা, আজ আমার বাড়ির মেনেজার সকাল ৯ টা দিখে মুটো ফোনে যানায়, খবর পিয়ে আমি সাথে সাথে ঘটনা স্থানে এসে দেখি আমার ১০ টি রুমে মধ্যে তিনটি রুম ভাঙ্গা পরে,এতে আমার ভাড়াটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, আমি ভাড়াটের সাথে কথা বলে যার যা ক্ষয়ক্ষতি হয়েছে, তা আমি বুঝে দিয়েছি,
আল্লাহ যেহেতু কোন মানুষের ক্ষয়ক্ষতি করেন না আল্লাহর রহমতে আমরা সবাই বেঁচে গেছি, এলাকাবাসীর দাবি যেন এই ভাবে আর কেউ বাড়ি নির্মাণ না করেন প্রশাসন নজরদারি বাড়াইলে তাইলে এই দুর্ঘটনার এড়ানো সম্ভব বলে মন্তব্য করেন এলাকা বাসি