রূপসার জনগণের আস্থা ও নির্ভরতার প্রর্তীক ছিলেন নির্বাহী অফিসার কোহিনুর জাহান
এস এম নূর ইসলামl
উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান একের পর এক নানামুখী কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে সুনাম অর্জন করেছেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নয়, নিজেকে উৎসর্গ করেছিলেন সাধারন মানুষ হিসেবে। তিনি কর্মদক্ষ প্রশাসক ও বিনয়ী হিসেবে রূপসা উপজেলার মানুষের কাছে সুনাম কুড়িয়েছেন। সদালাপী, সাদামাটা, নিরহংকারী হওয়ায় সাধারন মানুষ সহজে তার কাছে যেতে পারতেন। এমনকি কোন সমস্যা নিয়ে আইন সংঙ্গত সমাধান দেওয়ার চেষ্টা করেন তিনি। রূপসা উপজেলায় যোগদানের পর বিভিন্ন কর্মকান্ড ও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রূপসা উপজেলায় ব্যপক সুনাম অর্জন করেছেন। সৎ সাহস থাকলে কঠিন কাজেও সফলতা অর্জন করা সম্ভব। বিভিন্ন সময়ে তার কর্মকান্ডেও এমন প্রমাণ মিলেছে। যে কারণে জনগনের আস্থাও নির্ভরতার প্রতীক হিসেবে খুঁজে নিয়েছিলেন মমতাময়ী ইউএনওকে। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান ২০২৩ সালের ১৬ জানুয়ারী রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসবে যোগদান করেন। যোগদানের পর থেকে উপজেলা প্রশাসনকে নিজের মত করে ঢেলে সাজানোর উদ্যোগ নেন দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, মাদক, ভূমিদস্যু দূর করে একটি আধুনিক জনপদ গড়ে তোলার চেষ্টা চালিয়েছিলেন। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডেও ফিরিয়ে ছিলেন গতিশিলতা ও স্বচছতা তিনি উপজেলার সকল শ্রেণির মানুষের কাছে অল্প সময়ে অত্যান্ত প্রসংশিত হয়েছেন।
এছাড়া বাল্য বিবাহ, ভেজাল বিরোধী অভিযান, দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট ও উর্দ্ধগতি নিয়ন্ত্রন সহ অপরাধ কর্মকান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহতি রেখেছিলেন। নিজের উপর অর্পিত দায়িত্ব পালন ও জনকল্যাণ মূলক কাজ করে অল্প সময়ে দক্ষ প্রশাসক হিসেবে ইতোমধ্যে সব শ্রেণিপেশার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি।
ইউএনও কোহিনুর জাহান শুধু একজন ইউএনওই নন,তিনি প্রতিবন্ধী মানুষের অভিভাবকও ছিলেন। রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রে তার অবদানের জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. খান মো. শফিকুল ইসলামের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। ডা. খান শফিকুল ইসলাম বলেন বিদায় মুহূর্তের দেওয়ার মতন কিছু নেই। আছে শুধু ভালোবাসা দিয়ে দিলাম স্যারকে তাই।এ বিষয়ে রূপসার সাধারণ জনগণ বলেন আমাদের মাঝ থেকে একজন মমতাময়ী নির্বাহী অফিসার কোহিনুর জাহান স্যার চলে যাচ্ছেন জানিনা আগামী দিনে এই দায়িত্বে জিনি আসবেন তিনি উনার মত হবেন বলে জানান এবং বিদায়ের শুভেচ্ছা জানান রূপসী রুপসা বাসি