এনজিওর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন এনজিওর নাম ও অফিস দেখিয়ে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।
চক্রটি বিভিন্ন সময় একাধিক মাঠ কর্মী নিয়োগ দিয়ে চটকদার বিজ্ঞাপন ও ডিপোজিট স্কিমের লোভ দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।
পরবর্তীতে গ্রাহক তাদের স্কিমের মেয়াদ শেষ হলে এনজিওর অফিসে টাকা তুলতে গেলে দেখা যেত সেখানে কোন এনজিও নেই এবং যে মাঠকর্মীর মাধ্যমে তারা ডিপোজিট করেছিল সেই কর্মীর ও কোন খোজ নেই।
এ সকল অপকর্মের ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর এই প্রতারক চক্রের একজন সক্রিয় নারী সদস্য আনজুয়ারা ইসলাম খুলনা নগরীর রায়ের মহল এলাকায় তাদের এনজিওর গ্রাহক সংগ্রহের জন্য গেলে এলাকাবাসী এই নারী প্রতারককে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে পরবর্তীতে সেনাবাহিনী এই প্রতারক নারীকে নগরীর আড়ংঘাটা থানায় হস্তান্তর করে।
উক্ত বিষয় একজন ভুক্তভোগী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ হেলালের সাথে কথা বললে তিনি জানান এই প্রতারণার দায়ে অভিযুক্ত নারী প্রাথমিকভাবে এই প্রতারণার দায় স্বীকার করেছেন এবং উক্ত বিষয় নির্দিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।