স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেটে বিপর্যস্ত নগর উন্নয়ন অধিদপ্তর
গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের অধিন নগর উন্নয়ন অধিদপ্তরে চলছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেট ও চরম বৈষম্যতার বহিপ্রকাশ। আহমেদ আক্তারুজ্জামান জৈষ্ঠ্যতার তালিকায় সর্বকনিষ্ঠ হওয়া সত্ত্বেও অফিস প্রধানের বিশ্বস্ত সহযোগী হওয়ার দীর্ঘ ৮ বছর ধরে একাধারে সিনিয়র প্ল্যানার, ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন, উপ-পরিচালক পদের অতিরিক্ত দায়িত্বের পাশাপাশি দুইটি প্রকল্পের প্রকল্প পরিচালক দায়িত্বে নিয়োজিত আছেন। ফলে একই ব্যক্তিকে রাজস্ব বাজেটের একাধিক প্রকল্পের পরিচালকের দায়িত্ব প্রদান না করার ব্যপারে নীতিমালা থাকলেও তাহা উপেক্ষা করে আহমেদ জামান কে পিডি বানিয়ে তাদের নিজস্ব প্রতিষ্ঠান চারের নামে কাজ হাতিয়ে নেওয়ার জন্য একটার পর একটা পায়তারা করে যাচ্ছেন।
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেটের অন্যতম সদস্য ও গোপালগঞ্জ নিবাসী হওয়ায় তামজিদুল ইসলামের কনসালটেন্ট ফার্ম টিলার কে গত ১০ বছর ধরে দপ্তরের প্রত্যেকটি প্রকল্পের কাজ প্রদান করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি দপ্তর চালিত ০৫ টি প্রকল্পের মধ্যে চারটিতেই আবারও টিলার কে কাজ প্রদান করার মাধ্যমে দপ্তরে একচ্ছিত্র আধিপাত্য বজায় রেখে চলেছেন। এমনকি পায়রা-কুয়াকাটা প্রকল্পে অন্যে একটি ফার্মকে কাজ প্রদান করিলে তাহা বাতিল করে টিলারকে কাজ প্রদান করা হয়েছে। আহমেদ আক্তারুজ্জামান তার নিজস্ব লোকদের সুবিধা প্রদান করা ও নিজে সুবিধা গ্রহনের জন্য কতিপয় ষ্টাফদের মাধ্যমে কাগজ সর্বস্ব ঠিকাদারী প্রতিষ্ঠান তৈরী করে একই ব্যক্তিকে বিভিন্ন কাজ প্রদান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।