জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চায় -অধ্যাপক মাওঃ আবুল হোসাইন
আহসান হাবিব পাটওয়ারীঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।
২৩ই আগষ্ট রোজ শুক্রবার শাহরাস্তি উপজেলা, রায়শ্রী উত্তর ইউনিয়নের কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষ তিনি এ কথা বলেন।
রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত বন্যা কবলিত এলাকায় অসহায় ও গরিবদের মাঝে ও আশ্রয় কেন্দ্র অবস্থান করা পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রিক বিতরণ করেন।
উপজেলা শূরার অন্যতম সদস্য ও রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার গাজী সালাউদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল, উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল, বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন, ইউনিয়ন সেক্রেটারি ডাঃ জাকির হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, উপজেলা যুব ইউনিটের নেতা সেফায়েত উল্লাহ ফিরোজ, জাকির হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
উক্ত ইউনিয়নের উনকিলা উচ্চ বিদ্যালয় ও খামপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত পরিবারের মাঝে প্রায় ৫ শতাধক ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়েছে।