সাতক্ষীরায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরা সদর হাসপাতারের সিনিয়র স্টাফ নার্স ফয়সাল হোসেন ফারাবিকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) সাতক্ষীরা সদর হাসপাতালে এই বিক্ষোভ করেন তারা।
এ সময় সাতক্ষীরা নার্সিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে বক্তব্য রাখেন , সাতক্ষীরা সদর হাসপাতালে আর,এমও,ডা. ফয়সাল হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার শেফালী সরকার,মঞ্জুরানী দেবনাথ, ছাত্র মো.ওমর ফারুক,সুরাইয়া আলিম, মো.সজিউদ্দিন প্রমুখ।
বক্তারা সিনিয়র স্টাফ নার্স ফয়সাল হোসেন ফারাবির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে তাকে অপসারণের দাবি জানান।পরে তারা একই দাবিতে সাতক্ষীরার সিভিল সার্জনের কাছে স্মারকলিপি পেশ করেন।