রাজধানীর কদমতলীতে দেলোয়ার বিল্লালের নৈরাজ্য
ডেক্স রিপোর্ট : রাজধানীর কদমতলী থানার,৫২ নং ওয়ার্ডের নোয়াখালি পট্টির বিএনপি নেতা দেলোয়ার ওরফে মোহাম্মদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, তথ্যমতে,
নৈরাজ্যের ঢাকা ৫২ দক্ষিণ নেপথ্যে মোহাম্মদ দেলোয়ার হোসেন ওরফে মোহাম্মদ
ঢাকা দক্ষিণ অন্তর্ভুক্ত ৫২ নং ওয়ার্ড নোয়াখালী পট্রি বিএনপি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন ওরফে মোহাম্মদ এর নেতৃত্বে চাঁদাবাজি ডাকাতি আওয়ামী লীগ নেতা কর্মীদের বাসায় হামলা লুটপাট শুরুকরে।ঢাকা দক্ষিণ শ্যামপুর ,কদমতলি থানার শীর্ষ সন্ত্রাসী পঞ্চাশ উর্ধে মামলার আসামী ইসকেন্দার,সেকেন্দার শীর্ষ সন্ত্রাসী মাক্কী,ফারুকের ছোট ভাইদের নিয়া এই বিএনপি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন ওরফে মোহাম্মদ লুটপাট শুরু করে।
চলমান রাজনৈতিক সহিংসতার সুযোগে জুরাইনে ভাংচুর,লুটপাট, ডাকাতির সাথে জড়িত বিল্লাল হোসেন বিল্লাল।৫৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা হিসেবে পরিচিত এই বিল্লাল জুরাইন বৌ বাজারে রেলওয়ের জায়গা দখল করে রিকসার গ্যারেজ বানিয়েছে এ সময় বি এন পি নাম পরিচয় দেন ৫৩ ওয়ার্ড কমিশনার মির হোসাইন মিরু তাকে বর্তমান লুটপাট ডাকাতি করার কারণে অবাঞ্ছিত ঘোষণা করেন
থানা পুলিশের কার্য্যক্রম না থাকার কারনে, কদমতলী, শ্যামপুর এলাকার আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। সুযোগ বুঝে দূবৃওরা ব্যাপক লুটপাট ও রাতে ডাকাতী করছে৷