৫ তারিখের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়,লেফটেন্যান্ট কর্নেল তাহসান
শাহাদাৎ হোসেন ইমরান:
রাজধানীর তুরাগে আইন শৃঙ্খলা উন্নতকরন লক্ষ্যে সম্বনয় সভায় “৫ তারিখের পুলিশ এখনকার পুলিশ এক নয়” বলে উল্লেখ করেন দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের প্রদান লেফটেন্যান্ট কর্নেল তাহসান।
৯ আগস্ট শুক্রবার বিকেলে দিয়াবাড়ি গোলচক্কর সংল্গন্ন মেট্রোরেল ডিপোতে অবস্হিত দিয়াবাড়ি আর্মি ক্যাম্প এ সম্বন্নয় সভার আয়োজন করা হয়।
সমন্বয় সভার সভাপতির দ্বায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল তাহসান।সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আসিফ।
এ সময় মেজর জাহিদ,ক্যাপট্যান আসিফ,হাসিব, মাহাবুব, তানজিদ উপস্হিত ছিলেন।আরোও উপস্হিত ছিলেন,উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সালাউদ্দিন আহমেদ, ভিবিন্ন সেক্টরের কল্যাণ সমিতির প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ ভিবিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গনমাধ্যম কর্মীরা।
সমন্বয় সভায় বক্তারা সেনাবাহিনী ও পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করে দেশে বয়ে যাওয়া অরাজকতা থামাতে একত্রিত হয়ে কাজ করার আশ্বাস দেন।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল আহসান বলেন, আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর টহল পরিচালনা করছি পাশাপাশি পুলিশের কার্যক্রম বেগবান করার জন্য কাজ করে যাচ্ছি। নিরাপত্তা নিশ্চিতদের জন্য পুলিশ একটা অপরিহার্য অংশ এটা সকলকে বুঝতে হবে। দেশ ও জনগণের স্বার্থে এই শূন্যতাকে পূরণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আজ সকাল ৮ ঘটিকা থেকে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে বিষয়টি আপনারা সমাজের সবাইকে অবগত করবেন। কোমলমতি শিক্ষার্থীরা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ ও সামাজিক কার্যক্রমের জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
৫ তারিখের পুলিশ আর এখনকার পুলিশ এক নয় বলে উল্লেখ করে তিনি বলেন,পুলিশের কার্যক্রম পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের জায়গা থেকে সতর্ক অবস্থান ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কোন অবস্থাতেই আপনারা নিজেদের হাতে আইন তুলে নিবেন না। আমরা শত শত কল পাচ্ছি তার মধ্যে ন্যূনতম সত্য বেশিরভাগই গুজব। সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা কামনা করছি। দেশের এই ক্লান্তিলগ্ন সময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনার বিষয়বস্তু তুলে ধরে মেজর জাহিদ বলেন,এত বড় এলাকায় কতগুলো স্কুল,কলেজ আছে সবাই সবাইকে চেনেন না আপনাদের মধ্যে সমন্বয়ের অভাব থাকায় আমাদের বিভিন্ন সময় সমস্যা হচ্ছে। একই সাথে কল্যাণ সমিতি ও রাজনৈতিক দলগুলোর সমন্বয় হীনতার অভাবে কারণে আমরা যে তথ্যটা পাচ্ছি,পাশাপাশি ওই বিষয়ে অন্যরকম তথ্য পাচ্ছি। আপনাদের সকলর সম্বনয়ের জন্য এই আলোচনা সভা।এ সময় তিনি বলেন,প্রত্যেক সেক্টরের কল্যাণ সমিতি,ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটি ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করা এবং একজন ব্যক্তি সকলকে প্রতিনিধিত্ব করবেন। ওই ব্যক্তির ফোন নাম্বার আমাদের কন্ট্রোল রুমে থাকবে যাতে করে আমরা সঠিক তথ্যটা জানতে পারি।
পুলিশের উপর কোন প্রকার হামলা যেন না হয় এটা আপনাদের খেয়াল রাখতে হবে। পুলিশকে আপনাদের আত্মবিশ্বাসের জায়গায় নিতে হবে।
এ সময় উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সালাউদ্দিন আহমেদ বলেন,পুলিশ না থাকলে আইন-শৃঙ্খলা এতটা অবনতি হতে পারে এটা আমি ভাবতে পারিনি। পুলিশ কাজ করতে না পারায় বিভিন্ন অপরাধী গানগুলো অরাজকতা চালিয়ে যাচ্ছে। পুলিশের আইনে বলা আছে পুলিশ সরকারের কাজ করে থাকবে। এজন্যই পুলিশ কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। পুলিশ যেন নিরপেক্ষ ও নির্বিঘ্নে তাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারে এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
ঢাকা ১৮ আসনের উপনির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনিত এমপি পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,আমরা আমাদের থানা ভিত্তিক,ওয়ার্ড ভিত্তিক,নেতাদেরকে নির্দেশনা দিয়েছি।সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এবং পুলিশের সাথে সম্বনয় করে অরাজকতা রোধে কাজ করবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য দিয়াবাড়ি আর্মি ক্যাম্প এর কন্ট্রোলরুমে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।নাম্বারগুলে হল :সেক্টর ১,৩,৫,৭( ০১৩১৬৩৭১৫৫৪),,সেক্টর ৯,১০,৪(০১৩১৮৩৭১৫৫৫),, সেক্টর ১২,১৩,১৪(০১৩১৮৩৭১৫৫৬) ও সেক্টর ১৫,১৬,১৭,১৮(০১৩১৮৩৭১৫৫৭)।