গফরগাঁওয়ে সিএনজি দূর্ঘটনায় আহত-৪
মহিউদ্দিন ইরাকঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও থানার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া বড় মৃধাবাড়ি বায়তুন নূর জামে মসজিদের সামনে বরমী-পাগলা-গফরগাঁও সড়কে সিএনজি দূর্ঘটনায় আহত ৪ জন।
ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে জানা যায় যে,সিএনজি টি দ্রুত গতিতে আসে ভূল সাইড দিয়ে যার ফলে অন্য গাড়ির সাথে অল্পের জন্য ধাক্কা না খেয়ে সড়কে উল্টো সাইডেই নিচে পড়ে যায়।
আজ দুপুর ১ টা ৩০ মিনিটে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা টি ঘটে, একজন মহিলা সিএনজিটার নিচে পড়ে যান, ভাগ্যক্রমে বেঁচে গেলে মর্মান্তিক মৃত্যুর হাত থেকে।
স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত সিএনজি, মাহেন্দ্র ইত্যাদি গাড়ি বেপরোয়া ভাবে চলছে, সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে।
মাত্রাতিরিক্ত গতিতে চলার ফলে কিছুদিন পর পর এমন সিএনজি দূর্ঘটনা ঘটে বলে ও জানা যায়।