স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন না হলে বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের রথমেলা হতো না। এদেশ স্বাধীন হয়েছে বলে আজ এত বড় পরিসরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও চারশ বছরের পুরোনো ঐতিহাসিক ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের এ রথমেলা অনুষ্ঠিত হচ্ছে।
মন্ত্রী বলেন, আজ থেকে আমি ২৫ বছর আগে আমার টিমসহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অপারেশন করার জন্য আসি। তখনই আমার হাসপাতালটি অনেক ভালো লেগেছে।
এরপর রশি দিয়ে মাধব ভক্তরা টেনে যশোমাধবের কথিত পিত্রালয় কায়েৎপাড়া থেকে অনতি দূরে যাত্রাবাড়ী শ্বশুরালয় টেনে নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা প্রমুখ।