ধামইরহাটে শুভ বড়দিন উপলক্ষে ৬৯টি গীর্জায় জিআর চালের ডিও বিতরণ
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
আসছে ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তর প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ধামইরহাট উপজেলার ৬৯টি গির্জা ও চার্চ -এ ৫০০ কেজি করে ত্রাণের উপ বরাদ্দের চালের ডিও বিতরণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডিও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, জগদল (সাতানা) চার্চ অফ গড এর সভাপতি বিশ্বনাথ টুড এবং অন্যান্য গির্জা ও চার্চের সভাপতিগন। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান গির্জা ও চার্চের সভাপতি গনের উদ্দেশ্যে বলেন,‘প্রধান উপদেষ্টার উপহার এই অনুদান সুষ্ঠুভাবে ব্যয় করবেন।’ এবং তিনি গির্জা পালনে যেকোনো সমস্যার সম্মুখীন হলে প্রশাসনের সহযোগিতা গ্রহণের আহ্বান জানান।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com