নিউ মনু ফাইন কটন মিলস্ লিঃ এর এজিএম অনুষ্ঠিত।
মোঃ পাপেল মিয়া টঙ্গী গাজীপুরঃ
টঙ্গী নিউ মুন্নু ফাইন কটন মিলস্ লিঃ এর মিল প্রাঙ্গনে ৭ ডিসেম্বর-২০২৪ইং, শনিবার সকাল ১১ টায় বাৎসরিক এজিএম অনুষ্ঠিত হয়েছে এ সময় মিলের শেয়ার হোল্ডারগন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয়তাবাদী শ্রমিকদল, কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি
ও নিউমন্নু ফাইন কটন মিলস লিঃ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব সালাউদ্দিন সরকার।
৫৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা আবুল হাসেম।
এ সময় প্রধান অতিথি বলেন এখন থেকে প্রতিমাসে আয় ব্যায় এর হিসাব করে তা শেয়ার হোল্ডারদের মাঝে ঘোষনা করা হবে যাতে করে মিলের সচ্ছতা থাকে।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com