কক্সবাজার থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার
মোঃ আমিন উল্লাহ
কক্সবাজারের কলাতলীতে অভিযান চালিয়ে ৪টি অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। অদ্য ২ শে ডিসেম্বর সোমবার সকাল ১০ টা ১৫ মিনিটের সময় কক্সবাজার সুগন্ধা বীচ সংলগ্ন প্রাসাদ প্যারাডাইস নামক রেস্টুরেন্টের এর বিপরীতে ঝাউবাগান থেকে ইকবাল হোসেন ফয়সাল( ৩৪) মোঃ আরমান হোসেন( ৩৪) নামে দুই যুবকে গ্রেফতার করেছেন কক্সবাজার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই টি দেশীয় তৈরি এলজি, ২(দুই)টি একনলা বন্দুক,২ (দুই) রাউন্ড তাজা গুলি,১টি ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত ওসি ইলিয়াস খান নেতৃত্বে এসআই (নিঃ)/ আব্দুস সাত্তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন। মহেশখালী উপজেলার ঘোরকঘাটা,উত্তর ঘোনাপাড়া,জকরিয়া সওদাগর এর বাড়ী, এলাকার জকরিয়া সওদাগর, মাতা- জুনু আক্তারের ছেলে ইকবাল হোসেন ফয়সাল ও ছোট মহেশখালী, লাম্বা ঘোনা,মোঃ আবুল কালাম, মাতা- রাজিয়া বেগম এর ছেলে মোঃ আরমান হোসেন বলে জানা যায়। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওস ইলিয়াস খান।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com