শেরপুরের নকলায় যৌথবাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার
শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার নকলা উপজেলায় যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ সুফিয়া বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে ২৪ নভেম্বর রোববার রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সুফিয়া বেগম নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় কইন্না পাড়া মহল্লার রফিকুল ইসলামের স্ত্রী।
নকলা সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সজিবের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এবং সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
এক গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামের বাসায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার ১৩০ টাকাসহ মাদক কারবারি সুফিয়া বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাকে নকলা থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গ্রেফতাকৃত মাদক কারবারি ওই নারী দীর্ঘদিন যাবৎ গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com