টঙ্গীতে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় মানবেতার জীবন যাপন করছেন একটি পরিবার!
স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গী বাজার গালস স্কুল রোড ইনারা বেগম(৬২) নামে এক বৃদ্ধ মহিলা তার পরিবার নিয়ে ২০ বছর যাবত মানবেতার জীবন যাপন করছেন। এ বিষয়ে টঙ্গী থানায় অভিযোগ করছেন তিনি। অভিযোগে উল্লেখ রয়েছে ইনারা বেগমের স্বামী মৃত শাহজাহান শিকদার ২৩/১২/১৯৮৬ সালে, আলী আফজাল খান দুলু ও ঝন্টু খানের পিতা মৃত ফরিদ খানের নিকট হইতে তিন কাটা জায়গা ৪৩৩৫ দলিল মূলে ক্রয় করেন। জরুরী টাকার প্রোয়োজনে মৃত শাহজাহান শিকদার ফেরত নেওয়ার শর্তে জনৈক আনোয়ারের নিকট ৫০হাজার টাকা মূল্যে এক কাটা জায়গা বিক্রি করেন। এক কাটা জায়গা রাস্তার সাথে হওয়ায় উক্ত জায়গার উপর নজর পড়ে আলী আফজান খান দুলুর। এক পর্যায়ে দলীয় প্রভাব খাটিয়ে আনোয়ারের নিকট হইতে উক্ত এক কাটা জায়গা জোর পূর্বক দখল করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এখানেই থেমে থাকেননি আলী আফজাল খান দুলু,পৌরসভা কর্তৃক যাতায়াতের রাস্তা জোর পূর্বক দখল করিয়া তাদের চলাচলের রাস্তা, গ্যাস, পানি, ড্রেনের লাইন বন্ধ করিয়া দেয়। এ ব্যাপারে বার বার দুলু খানের সাথে বসেও কোন সুরহা হয়নি। উল্টো ভয়ভীতি এবং হুমকির মুখে পড়েছেন ওই পরিবারটি। ২০১০ সালে চলাচলের রাস্তা বন্ধ করে স্থাপনা তৈরি করে ফার্নিচারে দোকান ভাড়া দিয়েছেন। আর এদিকে ২০ বছর যাবত সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন ইনারা বেগম ও তার পরিবার।
খোজ নিয়ে জানা যায়, আলী আফজাল খান দুলু গাজীপুরের প্রভাবশালী নেতা, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি আজমত উল্লাহ খানের আপন চাচাত ভাই। প্রভাবশালী নেতার চাচাত ভাই পরিচয়ে জোর পূর্বক জমি দখল, মার্কেট দখল, চাঁদাবাজি, ড্রেনের উপর বাড়ি নির্মান, পৌরসভার রাস্তায় ড্রেন নির্মান, রাস্তা নির্মানসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রীতিমত গা ঢাকা দিয়েছেন আলী আফজাল খান দুলু। এদিকে তার আপন ছোট ভাই ঝন্টু খান ও দুলু খানের ড্রাইভার খলিলের মাধ্যমে প্রতিনিয়তই টঙ্গী বাজার এলাকার সাধারণ ও নিরীহ লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়েই আসছে।
এ বিষয়ে ইনার বেগম বলেন, আমর পরিবার নিয়ে আমি ২০ বছর যাবত মনবেতার জীবনযাপন করছি,আমি এর বিচার চাই।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনজার্চ বলেন,আলী আফজাল খান দুলুর বিষয়টি আমার নজরে এসেছে। গাজীপুরের সকল প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আলী আফজাল খান দুলুর মোটো ফোনে কল করে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com